
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় লেবুখালী র্কাতিপাশায় ছাত্র বলা কারের অভিযোগে মাদ্রাসা বন্ধ ঘোষনা করা হয়েছে।বিভিন্ন সূত্রে জানা যায়, লেবুখালীর র্কাতিকপাশায় গোল চত্বরের পশ্চিম পার্শে মাদ্রাসা পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে শিশু শির্ক্ষাথীকে বলা কারের অভিযোগ তোলেন ভুক্তভোগীর মা রুমা বেগম। রবিবার উপজেলার লেবুখালির পাগলা ইউনির্ভাসিটি স্কয়ার সংলগ্ন পশ্চিম পাড় মহসড়কের র্পাশ্বে দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাডে়র সৃষ্টি হয়। অভিভাবক রুমা বেগম অভিযোগে জানান, একমাত্র ছেলেকে
কুরআনে হাফিজি পড়ার জন্য দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় র্ভতি করি। আমার স্বামীর সাথে সর্ম্পক বিচ্ছিন্ন হওয়ার কারনে আমি ঢাকায় চাকুরি করি এবং আমার বাবার বাডি়র কাছে মাদ্রাসায় ছেলেকে র্ভতি করাই। এর আগেও আমার ছেলের সাথে এ ঘটনা ঘটায়, আমি ঢাকা নিয়ে চিকিৎসা করাই।ছেলের সাথে ন্যাক্কারজনক জঘন্য ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার পরিচালকের কঠিন শাস্তি দাবি করছি। ভক্তভোগীর নানা বলেন, আমার নাতি এখন অসুস্থ তাই তাকে পটুয়াখালী চিকিৎসার জন্য পাঠিয়েছি। অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমিনুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অসত্য। এ বিষয়ে দুমকী উপজেলা র্নিবাহী র্কমর্কতা আল ইমরান এ প্রতিনিধিকে জানান, ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা গ্রহন করার র্নিদেশ দিয়েছি এবং মাদ্রাসাটি বন্ধের র্নিদেশ দিয়েছি।