
৮০ লিটার চোলাইমদ’সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রবি উল্ল্যাহ (১৯) ও রায়হান উল্ল্যা (১৯)।
শনিবার রাতে রামু থানার ৫নং ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি-কাউয়ারখোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রামু থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাতে রামু থানাধীন ৫নং ফতেখাঁরকুল ইউপির হাইটুপি-কাউয়ারখোপ সড়কে একটি অটোমিশুক তল্লাশী করে ৮০ (আশি) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। চোলাইমদ বহন করার দায়ে রবি উল্ল্যাহ (১৯) ও রায়হান উল্ল্যাকে (১৯) গ্রেফতার করা হয় এবং চোলাইমদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোমিশুক টমটম গাড়ী জব্দ করা হয়।
চোলাইমদ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং ১ জন পলাতক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
ডিআই/এসকে