
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কলাপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে মো.রবিউল ইসলাম (১৯) নামে এক অটো চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের মো.জসিম উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন পরিবারের সদস্যদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাড়ীর সবার অগোচরে রবিউল ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। পরে বাড়ীর লোকজন ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এসে ঘটনাস্থলে জড়ো হয়। এসময় উপস্থিত মানুষ বিষয়টি মহিপুর থানায় ফোন করলে, ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।