ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

কালীগঞ্জের এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যর অভিযোগ

সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ ২০২৩ সালের ১২ জানুয়ারি নতুন করে ৮১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিল সরকার।এরমধ্যে একটি ছিল.লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে অবস্থিত এ এম রথবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর আয়া হিসেবে আরজিনা নামের একজন কর্মরত ছিলেন,এমপিওভুক্ত হওয়ার পর ওই আয়াকে কৌশলে বিনা নোটিশে চাকরিচ্যুত করে নতুন করে নিয়োগ বাণিজ‌্যের মাধ‌্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামীলীগের সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মদাতি ইউপি চেয়ারম‌্যান জাহাঙ্গীর আলম বিপ্লব এর বিরুদ্ধে। আরজিনা বেগম জামবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আহমেদ আলীর মেয়ে।

এ ঘটনায় আয়া পদে কর্মরত আরজিনা বেগম সুবিচারের আশায় বিগত ২৩ সালের ২৫ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেও কোন লাভ হয়নি। সর্বশেষ ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আরজিনা বেগম।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ জানুয়ারী ১৯৯৯ হতে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আয়া পদে কর্মরত ছিলেন আরজিনা । বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসে ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য অনুযায়ী আরজিনা বেগমের তথ্য হালনাগাদ ছিল। নিয়োগ ও এমপিওর কথা বলে বিভিন্ন মেয়াদে তার নিকট ৪ লক্ষ টাকা ও ১৯ শতাংশ জমি নেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব।

এমন অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে জানাগেছে প্রধান শিক্ষক আরজিনা বেগমের পরিবর্তে নতুন করে আয়া পদে মেরিনাসহ ২০২৩ সালে নিরাপত্তা কর্মী-নৈশ্য প্রহরী-অফিস সহায়ক-আয়া-পরিছন্ন কর্মী নিয়োগ প্রদান করেন। তারা সকলেই যোগদান করেছেন ১৩ নভেম্বর। কিন্তু তাদের লিখিত পরীক্ষা নেয়া হয়েছে ১৮ নভেম্বর।

ভুক্তভোগী আরজিনা বেগম বলেন, প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির অনুমতি পাওয়ার পর স্কুলের প্রধান শিক্ষক আমাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করে বলেন তোমার পরিবর্তে আমি নতুন করে আয়া নিয়োগ দিব। তোমার স্কুলে আসার কোন প্রয়োজন নেই। স্কুলের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক নতুন নিয়োগ দেওয়ার নামে, নিয়োগ বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন প্রায় অর্ধকোটি টাকা। রাজনৈতিক প্রভাবের কারনে বারবার অভিযোগ করেও ন্যায়বিচার হতে বঞ্চিত হয়েছেন বলেও জানান তিনি।

তবে উল্লেখ্য যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের এমপিও নীতিমালা ২০২১ এর ২৬(খ) মোতাবেক ১৭.২ নং দফা অনুসারে ৩৭.০০.০০০০.০৭৪.০২৭.০০২.২০১৯-৩৬৬ স্মারকমূলে কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও কোড পাওয়ার পর ব্যক্তি এমপিওভুক্তির জন্য ২০১৩ সাল থেকে ব্যানবেইস অনলাইনে সংরক্ষিত তথ্যাদির সহিত ব্যক্তির জন্য এমপিওভুক্তির দাখিল কৃত কাগজপত্র যাচাই বাছাই করে ব্যক্তি এমপিও ভুক্তির নির্দেশনা দেয়া হয়েছে। বাদ দেয়া আয়া পদে কর্মরত আরজিনা বেগমের তথ্যাদি রীতিমত অনলাইন ব্যানবেইসে অদ্যাবধি পর্যন্ত সংরক্ষিত রয়েছে। সেই অনুয়ায়ী বাদ দিয়ে নতুন করে নিয়োগের কোন সুযোগ নেই।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব আয়া পদে কর্মরত আরজিনা কে বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেয়ার বিষয়টি স্বীকার করে জানান, আরজিনা দীর্ঘদিন বিদ্যালয়ে না আসায় তার জায়গায় অন্য একজনকে নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তকারী একজন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তদন্তের পর অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ