
নুর কুতুবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছে। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করে। রবিবার(২৯/০৯/২০২৪ ইং) বিকেল সাড়ে তিন’টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে একদফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষকরা । মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক ওসমান গনি, নাজমুল হোসাইন, গোলাম কিবরিয়া প্রমুখ।