ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

পিকআপের চেসিসে গাঁজার চালান,গ্রেফতার ৩

ফরিদপুরের ভাঙ্গা থেকে একটি পিকআপ তল্লাশি করে পিকআপটির চেসিসের মধ্যে বিশেষভাবে তৈরি গোপন বক্সের ভিতরে লুকায়িত সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,রুবেল (৩৮),মো.বাইজিদ হোসেন (২২) ও মো. নুর আলম (৩৬)।

খাগড়াছড়ি থেকে পিকআপ যোগে মাদকের চালানটি নিয়ে তারা মাগুড়া যাচ্ছিলেন। শনিবার দুপুরে পিকআপটি ভাঙ্গা টোল প্লাজা এলাকায় পৌঁছালে র‍্যাব-১০, সিপিসি-৩,ফরিদপুর ক্যাম্পের অস্থায়ী চেকপোস্ট মাদকসহ কারবারিরা গ্রেফতার হন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) র‍্যাব-১০,সিপিসি-৩,ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতার এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শনিবার খাগড়াছড়ি থেকে একটি মাদকদ্রব্যের বড় চালান নিয়ে পিকআপ যোগে ফরিদপুর জেলা হয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা করেছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল দুপুর সাড়ে ১২ টায় ভাঙ্গা টোল প্লাজার পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি করতে থাকে। তার কিছুক্ষণ পর খাগড়াছড়ি থেকে আগত একটি পিকআপ চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা পিকআপটি থামিয়ে পিকআপে থাকা ৩ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপটির চেসিস এর উপর বডিতে বিশেষভাবে তৈরি গোপন বক্সের ভিতরে লুকায়িত অবস্থায় কালো কসটেপ দ্বারা মোড়ানো মোট ৬২টি প্যাকেটে আনুমানিক দশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শত টাকা মূল্য মানের মোট ৩৪ (চৌত্রিশ) কেজি ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা ও ২ বোতল দেশীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ,৩টি মোবাইল ফোন ও নগদনয় হাজার তিনশত আশি টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১০,সিপিসি-৩,ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতার,একই দিনে তাদের আরেক অভিযানে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট এলাকার মোটরসাইকেলের ট্যাংকের ভিতর করে মাদক বহন কালে আনুমানিক এক লক্ষ ঊননব্বই হাজার টাকা মূল্য মানের ৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ