
“হিজবুল আরাফাত”- কুড়িগ্রাম- এর আহবায়ক কমিটির আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা’র হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত হয় “হিজবুল আরাফাত”–কুড়িগ্রাম জেলা’র ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কাউন্সিল।
কাউন্সিল অধিবেশনের শুরুতে আহবায়ক আলহাজ্ব আব্দুল আজিজ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বাতেন, আলহাজ্ব হালিম মিয়া, আলহাজ্ব মিন্টু মিয়া, আলঃ ডাঃ আব্দুন্নাছির মিয়া, আলহাজ্ব আবু তৈয়ব সরদার, আলহাজ্ব অধ্যক্ষ নূরবখত, আলহাজ্ব ডাঃ আবুল কালাম আজাদ, আলহাজ্ব গোলাম মোস্তফা প্রমূখ।
আলোচনার ২য় পর্বে- ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য আহবায়ক আলহাজ্ব আব্দুল আজিজ উপস্থিত হাজ্বীগণের উদ্দেশ্যে বলেন– প্রস্তাব, সমর্থন সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
উপস্থিত হাজ্বীগণের প্রস্তাব, সমর্থন ও সর্বসম্মতিক্রমে পূণঃরায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নূরবখত বিনা-প্রতিদ্বন্তিতায় সভাপতি নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব ডাঃ আবুল কালাম আজাদ ও আলহাজ্ব গোলাম মোস্তফা দুই জনের প্রস্তাব আসলে ব্যালটে ভোট
গ্রহণ করা হয়। ভোট গণনায় ১৮ ভোটের ব্যাবধানে আলহাজ্ব গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর আজকের কাউন্সিল অধিবেশনে সমাপ্ত করে আগামী ৫ অক্টোবর অন্যান্য পদ সমূহ সমন্বয়ের মাধ্যমে পূরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়।