
টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক পর্যটকবাহি হাউস বোটের থাকা ইয়াছিন তালুকদার নামে এক মাঝিকে বিদেশি মদের চালান সহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
গ্রেফতার ইয়াছিন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাকরপুর গ্রামের মহিম উদ্দিন তালুকদারের ছেলে। রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট শহীদ সিরাজ লেকে (নীলাদ্রী) পর্যটক নিয়ে নৌপথে যাতায়াতগামী একটি হাউস বোটে মাঝি হিসাবে কর্মরত ছিলেন গ্রেফতার ইয়াছিন।
শনিবার সন্ধায় ২৮-বর্ডার গার্ড ব্যাাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের দায়িত্বশীল সুত্র ওই তথ্য নিশ্চিত করেন।
শনিবার সন্ধায় সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট শহীদ সিরাজ লেক (নীলাদ্রী)তে অবস্থানরত একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮-বর্ডার গার্ড ব্যাাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি’র নায়েক মো: মশিউরের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টিহল দল ব্যাগ ভর্তি বিদেশি মদের চালানসহ ইয়াছিনকে টেকেরঘাট হাউসবোটের এলাকা থেকে গ্রেফতার করেন।
এরপর ব্যাগ তল্লাশী করে তার হেফাজত থেকে ২৭ বোতল বিদেশি মদ জব্দ করে বিজিবি টহল দল।
বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইয়াছিন জানায়, সে একটি পর্যটকবাহি হাউস বোটের মাঝি হিসাবে কর্মরত থাকায় পর্যটক নিয়ে টেকেরঘাটে আসার পরকিছু সংখ্যাক পর্যটকের চাহিদা মেটাতে টেকেরঘাট সীমান্ত এলাকার এক মাদক কারবারির নিকট থেকে বিদেশি মদের বোতলগুলো ক্রয় করে নিয়ে আসছিলো নোঙ্গর করে রাখা হাউস বোটে নিয়ে উঠার জন্য।
এদিকে ইয়াছিনকে বিদেশি মদের বোতলসহ বিজিবি টহল দল গ্রেফতারের পরপরই টেকেরঘাটে নোঙ্গর করে রাখা হাউস বোটটি পর্যটকদের নিয়ে নৌপথেই কৌশলে পালিয়ে যায়।
শনিবার সন্ধায় তাহিরপুর থানার ডিউটি অফিসার জানান, আলামত হিসাবে বিদেশি মদের চালান সহ হাউস বোটের মাঝি ইয়াছিনকে বিজিবি থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ।
#টাঙ্গুয়ার হাওর# পর্যটকবাহি হাউস বোট# সুনামগঞ্জ# বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি#।-২৮.০৯.২৪
নিউজ-২
খরচার হাওরে ডুবে দুই শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক:
খরচার হাওরে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।
নিহত শিশুরা হলো, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের ফজলুল হকের ছেলে ইউনুছ মিয়া (৮) একই উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে আরাফাত হাসান মেহেদী (৭)। নিহত দুই শিশু সম্পর্কে মামাত -ফুফাত ভাই।
শনিবার বিকেলে নিহত শিশুদের পারিবারীক সুত্র জানায়,সম্পর্কে মামাত-ফুফাত দুই ভাই ইউনুছ ও আরাফাত হোসেন মেহেদী পরিবারের সবার অলক্ষে উপজেলার রাধানগর গ্রামের সামনে থাকা খরচার হাওরের পানিতে ডুবে গিয়ে শনিবার দুপুরে নিখোঁজ হয়। এরপর গ্রামের লোকজন ও স্বজনরা সন্ধান চালিয়ে খরচার হাওর থেকে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ উদ্যার করে বাড়ি নিয়ে আসেন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মফিজুর রহমান ওই দুই শিশুর খরচার হাওরে পানিতে ডুবে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সুনামগঞ্জ-২৮.০৯.২৪
নিউজ-৩
কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত
নিজস্ব প্রতিবেদক:
কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে ইমদাদুল হক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
নিহত ইমদাদুল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
শনিবার বিকেলে নিহতের পারিবারীক সুত্র জানায়,শনিবার দুপুরে উপজেলার মুক্তিখলা গ্রামের সামনে পারিবারীক কৃষি কাজে অন্য তিন শ্রমিক সাথে নিয়ে কৃষি কাজ করছিলেন ইমদাদুল হক।
ওই সময় আকস্মিক ঝড়বৃষ্টি শুরু হলে তাদের উপর বজ্রপাত পড়ে।
বজ্রপাত পড়লে সজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল হক।
এরপর দ্রুত তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন বজ্রপাতে ইমদাদুল হক নামে এক কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।