ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

নাইক্ষ্যংছড়িতে ১০ গ্রেড়ের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষককে যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ গ্রেড় প্রদানের দাবীতে মানববন্ধন ও ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা । এতে উপজেলায় কর্মরত সকল সহকারী শিক্ষক অংশ নেন। এ মানববন্ধনটির আয়োজক ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ।

মানববন্ধনের পরপর শিক্ষকদের একটি প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে তাদের দাবী-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করেন শিক্ষকরা।

স্মারকলিপি প্রদানকালে শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক যথাক্রমে মাস্টার জাহাঙ্গীর আলম, মাস্টার মিজানুর রহমান,মাস্টার আলাউদ্দিন,মাস্টার শফিকুর রহমান,মাস্টার শাহজাহান,মাস্টার আতিক উল্রাহ,মাস্টার দিদার,মাস্টার আসাদুজ্জামান ও মাস্টার চাইহ্লাঅং চাক ও শিক্ষিকা বুলবুল আক্তার বুলু প্রমূখ। তারা স্মারকলিপিতে উল্লেখ করেন,তাদের দাবী ১ টাই মাত্র। তা হলো ১০ গ্রেড প্রদানের দাবী পূরণ করা। তারা বর্তমানে ১৩ম গ্রেডে বেতন পান। স্নাতক দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়ে শিক্ষকরা ১০ গ্রেড না পেলেও এইচএসসি পাশ করে অনেকে পান ১০ গ্রেড। অথচ দেশের ইউনিয়ন পরিষদ সচিব,উপ-সহকারী কৃষি কর্মকর্তা,নার্স,পুলিশের সাব-ইন্সপেক্টরা সবাই পান ১০ গ্রাডে। শিক্ষকদের বেলা এতো বৈষম্য কখনও মেনে নেয়া যায় না।

তারা আক্ষেপ করে বলেন, এক দেশে দু’ধারার বেতন কাঠামো বৈষম্যবিরোধী আন্দোলনের বিপরীত স্রোতেই থেকে যাচ্ছে। অথচ এ বৈষম্য দূর করতেই ছাত্র-শিক্ষক-শ্রমিক-জনতা আন্দোলন করেই দেশের পরিবর্তন ঘটান। দেশ এগিয়ে যাচ্ছে। সুতারাং তাদের ন্যায্য দাবী যাচাই-বাছাই করে তাদের বিষয়টি কার্যকর করতে তারা দেশের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যতায় তারা ক্লাসবর্জন সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

শেয়ার করুনঃ