
এডভান্স মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ২৮ সেপ্টেম্বর শনিবার পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী প্রেসক্লাব, জেসি আই বরিশাল,
জেগানতাই ঢাকা আপটাউন
সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহরাব হোসেন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেসিআই বরিশাল -এর প্রেসিডেন্ট ও সহযোগী অধ্যাপক জামিল খান,
সেক্রেটারী জেনারেল ও সিনিয়র লেকচারার সৈয়দা সাদিয়া মেহজাবিন ও জেসিআইয়ের ভাইস কোমডেন্ট
লিপি আর ঘোষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।
কর্মশালায় পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় মোবাইল জার্নালিজমের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোকপাত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রবীণ সদস্য নির্মল কুমার রক্ষিত বক্তব্য রাখেন। পরে ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয়।