
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের শিমরাইল কান্দি দক্ষিণ পাডার বড় বাড়ির মৃত্যু আব্দুল হাশেমে (লক্ষণ) এর কনিষ্ঠ কন্যা মোসাম্মৎ হাসিনা বেগম ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট, হাসিনা বেগমের বিয়ে হয় একই এলাকার উত্তর শিমরাইল কান্দি মৃত্যু আব্দুল হামিদ (দুদু) মিয়ার ছেলে হাজী বাহার মিয়ার নিকট পারিবারিকভাবে বিয়ে হয় ১৯৮১ সালে দীর্ঘ জীবনের সুখে দুখে স্বামী স্ত্রী একে অপরের পাশেই ছিলেন প্রবাস জীবন কাটিয়েছেন বাহার মিয়া প্রায় ৫ বছর। গুণান্বিত পর্দাশীল মহিলা ছিলেন স্ত্রীকে নিয়ে সুখী তার জীবন যাপন চলছিল হঠাৎ হাসিনা বেগম প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়লে দীর্ঘ ৮-১০ বছর যাবত স্বামী বাহার মিয়া তার স্ত্রী সেবা যত্ন ও নিজের জায়গা জমি বিক্রি করে ব্যয়বহর বেবহুল চিকিৎসা করেও সুস্থ্য করতে পারলেনা না।
দীর্ঘদিন দাম্পত্য জীবনে ইতিদিয়ে গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার দিনটি ছিল ঈদে মিলাদুন্নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন দীর্ঘদিন অসুস্থতায় জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ৯:৩০টা শিমরাইল কান্দি উত্তর পাড়া নিজ বাড়িতে স্ত্রীরি আখেরাতে মাগফেরাত কামনার্থে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্বামী বাহার মিয়া।উক্ত মাহফিলের দোয়া পরিচালনা করেন উত্তর শিমরাইল কান্দি জেহাদি মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা অলিউল্লাহ।