
রাজধানীর নবাবপুরে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। র্যাব বলছে, এরমধ্যে ককটেল সদৃশ ৫-৬টি বস্তু, স্প্লিন্টার, কেরোসিন, দিয়াশলাই রয়েছে। আরও নিশ্চিত হতে এসব পরীক্ষা করছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট। একই সঙ্গে এসব বস্তু রাখার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য যাচাই করা হবে।
সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১টায় ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান।
তিনি বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে আসি। এসে দেখি যে, বাড়িতে যে তিনজন লোক ছিলেন তারা চলে গেছেন। এখন তথ্য যাচাই করে, সিসি ফুটেজ দেখে বিশ্লেষণ করে তারপর আমরা বিস্তারিত জানাতে পারবো।
তিনি বলেন, আমরা জানতে পারি এখানে কিছু দুষ্কৃতিকারী থাকতে পারে। তারা বোমার মতো কিছু তৈরি করছিল। আশপাশে খোঁজার পর পরিত্যক্ত জায়গায় একটা ব্যাগে ককটেল সদৃশ ছয়টি বস্তু পাই। এটা পাওয়ার পর আমরা বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেই। তারা আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে তা ধ্বংসের যে প্রক্রিয়া তা সম্পন্ন করে।
র্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, যেহেতু আমরা আসার আগেই তারা চলে যায়, তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না। কিন্তু আশপাশে যেহেতু সিসি ক্যামেরা আছে এবং এখানে তারা আছে। তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো এগুলো কারা ফেলে গেছে।
ডিআই/এসকে