
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
সম্প্রতি বিজেপি নেতার সর্মথনে মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয়
পুরোহিতের কটুক্তি করার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে সমাবেশ ওবিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসুল্লিরা।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা পৌরশহরের আজাদমোড়ে বিক্ষোভ মিছিল করে। মুসল্লিরা পৌরশহরের বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে আজাদমোড়গাইবান্ধা রোডে এক সমাবেশে মিলিত হয় মিছিল শেষে সাধারণ মুসুল্লির পক্ষ থেকে ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাঘেরহাট জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. রবিউল ইসলাম, জমিলাপুর জামে মসজিদের পেশ ইমাম মা. মো. হাবিবুর রহমান ও ইসলামপুর জামে মসজিদের পেশ ইমাম সফিউল ইসলাম নোমানি। বক্তব্যরা বলেন, ভারতের পুরোহিত র্ধমীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অর্ন্তর্বতীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
তারা আরও বলেন, ভারতের পুরোহিত র্ধমকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সর্মথন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব নয়। যুগে যুগে রাসুলের নামে মিথ্যাচার করেছিল যারা পরর্বতীতে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আর্দশ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।