
জমির বিরোধ কে কেন্দ্র করে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ নিবাসী মোসাঃ মাজেদা বেগম(৬২)’র গাছ কেটে ক্ষতি সাধন ও তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ দিয়েছেন থানায় তিনি। জানা গেছে, সে প্রতিপক্ষের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি অভিযোগ পত্র পটুয়াখালী সদর থানায় দিয়েছেন।মোসাঃ মাজেদা বেগম’র স্বামীর নাম মৃত প্রিন্সিপাল আবদুল আলি।তার থানায় দেয়া অভিযোগ পত্রের SL নং ৪১২৯/২৪,তারিখ -২৬-০৯-২০২৪।এ অভিযোগ পত্রে উক্ত অভিযোগ দাতা উল্লেখ করেছেন যে, যাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তার পক্ষ থেকে তাদের সাথে তার ভোগ দখলীয় সম্পত্তির ভোগ দখল নিয়া বিরোধ চলে আসিতেছিল।এমনকি তারা তার ভোগ দখলীয় সম্পত্তি জোর পূর্বক ভাবে সম্পত্তি দখল করার জন্য পায়তারা করিতেছিল।
ঘটনার দিন ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার সময় উক্ত অভিযোগ পত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা এ পৌর শহরের শান্তিবাগ সাকিনস্ত তার ভোগ দখলীয় সম্পত্তির মধ্যে আসিয়া জোর পূর্বক সম্পত্তির মধ্যে হইতে জোর পূর্বক একটি নারিকেল গাছ কাটিয়া ক্ষতিসাধন করে।
এমন সময় তিনি তার ভোগ দখলীয় সম্পত্তির মধ্যে গিয়া বিবাদীদের উক্ত কাজে বাধা প্রদান করিলে বিবাদীদের সহিত তার তর্ক বিতর্কের এক পর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে।
এ জমির তফসিল – মৌজা- পটুয়াখালী,জেএল নং-৩৮,খতিয়ান নং-৪১৯,দাগ নং৮৪৪৮, মোট জমি ৬.৫০ শতাংশ। মোসাঃ মাজেদা বেগম কর্তৃক পটুয়াখালী সদর থানায় দেয়া অভিযোগ পত্রে যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন, (১) মোঃ জসীম উদ্দিন, পিতা-আঃ মন্নান খান,(২) মোঃ বশিরুল ইসলাম, পিতা-আবদুল আজিজ মৃধা,(৩)মোঃ হাসান, পিতা-আবদুল হোসেন সিকদার,(৪) মোঃ আঃ জব্বার মৃধা,পিতা- আঃ মন্নান মৃধা,সর্ব সাং-শান্তিবাগ, থানা ও জেলা পটুয়াখালী গং।
এ বিষয় জানতে মোসাঃ মাজেদা বেগম কর্তৃক পটুয়াখালী থানায় দেয়া অভিযোগ পত্রে যাদের বিবাদী করা হয়েছে তাদের সাথে শত চেষ্টা করেও কথা বলা যায়নি। এমনকি তাদের কারোই মুঠোফোন নম্বর সংগ্রহ করা যায়নি। এ জন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।