
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা এবং যুবদলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া থানা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (২৭শে সেপ্টেম্বর )বিকালে বিক্ষোভ মিছিলটি জাহাজমারা মহাসড়কের পূর্ব প্রান্ত থেকে শুরু হয়ে জাহাজমারা বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়, এসময় সংক্ষিপ্ত সমাবেশে
হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবী জানান নেতারা।
এসময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান ও হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির আল কাউসার মো:রাসেদ হোসেন সহ জাহাজমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।