
সৃজনশীল পটুয়াখালী গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শহীদ স্মৃতি পাঠাগারে। জানা গেছে, ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় শহীদ স্মৃতি পাঠাগারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় লেখক সুভাষ চন্দ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, শিরীন নাহার, ফেরদৌসি হারুন, মাহফুজা ইসলাম, লেখক আনোয়ার হোসেন বাদল, ড.আমিনুল ইসলাম টিটো, লেখক এ আর খান, লেখক লুতফুল বারি পান্না , লেখক আনিসুর রহমান, লেখক শিহাব রাহমানিয়া, শিক্ষক জী এম ওয়ালীউল্লাহ, মোহাম্মদ শিয়াম ও আবদুল্লাহ আল নোমান প্রমূখ। উক্ত সভায় সংগঠনের নামকরণ উপস্থিতিদের সর্বসম্মতি ক্রমে করা হয় পটুয়াখালী নাগরিক মঞ্চ।
আগামী ৩ মাসের জন্য সমন্বয়কের দায়িত্ব দেয়া হয় লেখক সুভাষ চন্দকে বলে জানা যায়।