
মহালয় উৎসব পালন উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে খেয়া পারাপার ও সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষে প্রস্তুতিমুলক সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জিহান।এ সময় মাড়েয়া বামনহাট ইউ’পি চেয়ারম্যান আবু আনছার রেজাউল করিম শ্মাীম, বদেশ্বরী মন্দির কমিটির সভাপতি মুকুল কুমার বকশী, বিএনপির নেতা সাবেক ইউ’পি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক মহব্বত, বিএনপির নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য য়ে, সনাতন ধর্মীদের শারদীয় দুর্গা উৎসবের আগে মহালয় উৎসব পালন করা হয়। প্রতিবছর পঞ্চগড় জেলা সহ উত্তরাঞ্চলের হাজার হাজার দর্শক মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট পার হয়ে উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দির পুজা অর্চনা করতে আসে। দ্ইু বছর আগে (গত ২৫ সেপ্টেম্বর ২০২২ সালে) আউলিয়ার ঘাটে খেয়া পাড়াপারের সময় নৌকা ডুবির ঘটনায় ৭২ জনের প্রাণহানী ঘটে।