
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান খাঁন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজহারুল ইসলাম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শেখ আঃ রহিম, সাধারণ সম্পাদক আঃ হান্নান,মাওলানা মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, বিষ্ণুপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবদাস বৈদ, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, মৃনাল কুমার মন্ডল, সুজিত কুমার মন্ডল, ইউপি সদস্য, আফসার উদ্দিন, পীযূষ কান্তি রায় , সিরাজুল ইসলাম, মাহমুদ মোস্তফা, প্রমুখ। এসময় বক্তারা বলেন বিষ্ণুপুর ইউনিয়নে ৭ টি পূজামণ্ডপে দূর্গা পূজা উদযাপন হবে, বিজয়দশমী না হওয়া পর্যন্ত আপনাদের কাছে নিরাপত্তার স্বার্থে দল মত নির্বিশেষে সকলের সহযোগীতা চাই।