
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ নিধনের হাত থেকে রক্ষায় জব্দ কৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জানা গেছে, এ ইউপির শিংবাড়ী স্টেশন সংলগ্ন খাল,বিল ক্ষেত খামার থেকে (চায়না দূয়ারি,স্লুইসগেট ও ভেসাল সহ ইত্যাদি জাল)২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারা দিন অভিযান চালিয়ে জব্দ করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যােগে মির্জাগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় এসব জাল জব্দ করা হয়। পরে একই ইউপির উক্ত স্টেশনেই এ জব্দ কৃত উক্ত জাল গুলো স্হানীয় জনসাধারণের সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।