
দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় গঠিত বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’ (পিএফজি)’র আয়োজনে , উলিপুর উপজেলায় শান্তি -সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, উলিপুর এর উদ্যোগে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বণিক সমিতি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তি ও সম্প্রীতি মতবিনিময় সভায় লক্ষণ সেন গুপ্তর সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা উলিপুর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডারের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা,
উলিপুর কেন্দ্রীয় মসজিদুল হুদায় খতিব আলহাজ্ব হাফিজ মাওলানা আনছার আলী, পিএফজি ‘র সম্নয়ক রাজেশ দে রাজু, আ্যন্বাসেডর পিস ফ্যাসিলিটেটর মোঃ মহসিন আলী, মহিলা বিএনপির দলের সামছুন্নাহার বেগম, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুল রহমান লাভলু, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক স্বপন সাহা,গনেশ চন্দ্র , ও শিমুল দেব সহ আরো অনেকে।