
আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতাদের কারণে তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা মাঠে নেই । ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগ ও সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে গেছেন। কেউ আছেন দেশে, আবার কেউ কেউ চলে গেছেন দেশের বাইরে। এছাড়া অনেকেই আবার গ্রেপ্তারও হয়েছেন ।
এ অবস্থায় দলের কর্মী-সমর্থক ও ছোট ছোট নেতারা পড়েছেন বেকায়দায়। হামলা মামলার ভয়ে তারা বাড়িঘরে থাকতে পারছেন না। বাইরে থাকা অনেক তৃণমূল কর্মীরা যোগাযোগ রাখতে পারছেন না পরিবারের সদস্যদের সাথে। আবার অনেকেই আছেন আর্থিক সংকটে। হাইব্রিড নেতাদের কারণে দলীয় মূল্যায়ন না পাওয়া তৃণমূল কর্মীরা শুনছেন না তাদের নির্দেশনা ।
এ সমস্ত নেতারা সভা, সমাবেশ, মিছিল, মিটিং এ তৃণমূল কর্মীদের ডাকলেও যোগদান করতে অনিচ্ছা প্রকাশ করেন ।
এমন পরিস্থিতির জন্য দলের হাই-কমান্ডকে দুষছেন তৃণমূল নেতাকর্মীরা। কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন দলীয় কর্মকাণ্ডের বিষয়ে। সরেজমিনে মাধবপুরের তৃণমূল আওয়ামীলীগ ও ত্যাগী নেতাদের কাছ থেকে জানা যায় , দলে আত্মীয়করণ, ত্যাগীদের অবমূল্যায়ন, দূর্নীতি ও পদ বাণিজ্যের কারণে আওয়ামী লীগের আজ এমন দুরবস্থা । অন্যদিকে কর্মী-সমর্থকদের ধৈর্য ধরতে বলছেন ক্ষমতাচ্যুত দলটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করা এবং মব জাস্টিস থেকে সতর্ক থাকতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন তারা।