
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্তের ফুলতলী বিওপির বিজিবি জোয়ানরা ১২টি ও ব্যাটেলিয়ন সদরের বিশেষ টিম কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া সংলগ্ন স্থান থেকে ৩টি সহ মোট ১৫ টি গরু জব্দ করেছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির পৃথক অভিযানে সহকারী পরিচালক আল-আমিন ও ফুলতলী বিওপির হাবিলদার মোঃ জামাল হোসেন এবং ভাল্লুক খাইয়া বিওপির জোয়ানদের নেতৃত্বে টহল দল মালিক বিহীন অবৈধভাবে বাংলাদেশে আসার সময় এ ১৫টি বার্মিজ জব্দ করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানান,অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ নোবেল এর দিকনির্দেশনায় বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র উদ্ধার সন্ত্রাসী, মাদকদ্রব্য,চোরাচালান প্রতিরোধে কঠোরহস্তে দমনে বিজিবির এ অভিযান চলমান আছে থাকবে।