ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

স্বাধীনতার ৫৩ বছর পরেও আউলিয়াপুর ইউপির ১টি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা হয়নি

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউপির মুচির পুল বাজার ব্রিজ থেকে শারিকখালী মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সংযোগ সড়ক এবং বসাক বাজার মহাসড়কের সংযোগ সড়ক পর্যন্ত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ মাটির কাঁচা রাস্তাটি স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেলেও পাকা হয়নি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আউলিয়াপুর ইউপির ১নং ওয়ার্ডের বাসিন্দা ও কালিকাপুর ইউপির জনসাধারণের।সরোজমিনে ঘুরে দেখা যায়, মুচির পুল বাজার ব্রিজের পশ্চিম পাশ দিয়ে শুক্রবারের হাট হয়ে আবদুল স্টান ও শুক্রবারের হাটের পশ্চিম পাশে হাজী করিম রাইচ মিল’র সামনে দিয়ে জবান গাজী বাড়ি (শারিকখালী মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সংযোগ সড়ক) পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্ত সহ চুঙ্গা ভেঙ্গে খালে বাধ সৃষ্টি হয়ে গেছে। তাতে জোয়ারের পানি এ রাস্তার ওপর দিয়ে গড়িয়ে ফসলের মাঠ ডুবে যায় এবং বাড়ি ঘরে ঢুকে পরছে। সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টিতে উক্ত রাস্তায় হাটুর উপরে পানি উঠে গেছে। সুত্রে জানা গেছে,
বিগত ৮-৯ বছর আগে জবান গাজী বাড়ি থেকে প্রায় মৃধা বাড়ি পর্যন্ত ৩০০ মিটার রাস্তায় ইটের সোলিং হয়েছিল। তাও মেরামত, সংস্কার ও সম্প্রসারণের অভাবে ভেঙে গেছে এবং মাঝে মাঝে পানির গর্ত হয়ে গেছে।
জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম এ রাস্তাটি দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ চলাচল করে। যার মধ্যে উল্লেখ্য ৩ ইউপির শিক্ষার্থীরা এই পথে হয়েই শারীকখালী মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে যাতায়াত করে থাকে।এছাড়াও উক্ত রাস্তাটি পাকাকরণ করা হলে মুচির পুল বাজার থেকে আবদুল স্টান হয়ে বসাক বাজার হয়ে পটুয়াখালী চৌরাস্তা,শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়, ও বিপরীত দিকে মুচির পুল হয়ে ২ নং বাধঘাট এবং মুচির পুল হয়ে বাদুরা বাজার যাতায়াতে সুবিধা হবে। এককথায় মহাসড়কের সঙ্গে বিকল্প সড়ক যোগাযোগ মাধ্যম হতে পারে।
জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি নিয়ে শিক্ষক সিদ্দিকুর রহমান গণমাধ্যমের প্রতিনিধিদের জানান, শারিকখালী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়,বসাক বাজার ব্যতীত ইসলামিয়া হোসাইনিয়া ময়দান মাদ্রাসা,বড় আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শারিকখালী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসাসহ এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং দক্ষিণাঞ্চলের বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি কলেজের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের এ রাস্তাটি একমাত্র ভরসা।এই রাস্তাটি পাকাকরণ করা হলে এলাকার সর্বস্তরের মানুষের উপকার হবে। তাই জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। উক্ত এলাকার স্থানীয় ৮০ বছরের বয়স্ক নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি সাংবাদিকদের জানান, আউলিয়াপুর ইউপির মধ্যে সব থেকে ১নং ওয়ার্ড উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে। ইচ্ছে করেই বর্তমান ইউপি চেয়ারম্যান উওর আউলিয়াপুরের মানুষের সাথে এমন করছে।আউলিয়াপুর ইউপির সাবেক এক চেয়ারম্যান এর বাড়ি এই রাস্তায় তাই আমাদের কোন উন্নতি নাই।এ বিষয়ে হানিফ মৃধা নামের এ এলাকার একজন স্থানীয় ব্যক্তি গণমাধ্যমের প্রতিনিধিদের জানান,১ যুগেও একটুকরো মাটি দেয়া হয়নি,উন্নয়ন বঞ্চিত এ রাস্তাটি পাকাকরণ এখন গন দাবিতে পরিণত হয়েছে। নির্বাচন এলে প্রার্থীরা ও রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেওয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন। আউলিয়াপুর ইউপির ইউপি সদস্য আলতাফ হোসেন ভুট্টু সাংবাদিকদের জানান এ রাস্তাটি আসলেই দরকার। একাধিকবার এই রাস্তার কাজ করার জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে জানালেও আগাতে পারিনি। কোনো এক কারণে ১নং ওয়ার্ডটি বাদ পরে যায় উন্নয়ন থেকে। আউলিয়াপুর ইউপির বর্তমান চেয়ারম্যান (এ্যাড. মোঃ হুমায়ূন কবির) হয়তো চায়নি এখানে কোনো উন্নয়ন হোক। এ বিষয় সাংবাদিকরা জানতে চাইলে, তবে অস্বীকার করে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)’র চেয়ারম্যান এ্যাড. মোঃ হুমায়ূন কবির বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সঠিক নয়। হয়তো রাজনৈতিক ভিন্নমতের কারণে আমার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে কেউ। ওই ওয়ার্ডে কয়েকটি (পাকা) কার্পেটিং এর কাজও করা হয়েছে।এছাড়াও বিভিন্ন প্রজেক্টের আওতায় আউলিয়াপুর ইউনিয়নের ২৭টি রাস্তার কাজের জন্য এখনো আবেদন করা আছে। কতৃপক্ষ পাশ করলেই কাজ করা যাবে। সেই আবেদনের ভেতরে ১নং ওয়ার্ডের ওই রাস্তাটিও আছে।এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃহোসেন আলী মীর সাংবাদিকদের বলেন, এই সংক্রান্ত সমস্যার কথা এখন পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি আমাদের জানায়নি আপনাদের কাছেই প্রথম শুনলাম। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, তারপরও আমাদের কাছে স্থানীয়রা আবেদন করলে রাস্তাটি দ্রুত পাকা করারা চেষ্টা করব। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

শেয়ার করুনঃ