প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে কিছুদিন বিরতির পর সোমবার (১৩ নভেম্বর) আবারও গোলাগুলির বিকট আওয়াজে স্থানীয়দের মাঝে ফের আতঙ্ক সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে মর্টার শেল নিক্ষেপ ও গোলাগুলির বিকট আওয়াজে কেঁপে ওঠে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা।
বিজিবি ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সীমান্তে জনসাধারণের চলাফেরা না করার জন্য সতর্ক করা হয়েছে এবং আতঙ্ক এড়িয়ে চলতে বলা হয়।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, আমি লোকজনের কাছ থেকে শুনেছি। আজ আমি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা উপস্থিত থাকার কারণে বিস্তারিত কিছু বলতে পারছিনা।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.