ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ
দুলালপুর উচ্চ বিদ্যাঃ প্রথম দিনের এসএসসি পরীক্ষায় উপস্থিত ৩৮৯, অনুপস্থিত-১০
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল
নাইক্ষ্যংছড়িতে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু, প্রথম দিন অনুপস্থিত ১৭
বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা
আত্রাইয়ে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ
হোমনায় টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ
কনটেন্ট ক্রিয়েটর ‘ক্রিম আপা’ গ্রেফতার
রাজনৈতিক পরিচয় ব্যবহার: পাহাড় সমান অপকর্মে জড়ান দাদন মুন্সী
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
আসামি না হয়েও রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর বেলজিয়াম প্রবাসী আ’লীগ সভাপতির মৃত্যু
ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই একজন বহিষ্কার, চার শিক্ষককে অব্যাহতি
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত -২

ভারতে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বৈধ নথিপত্র ছাড়া সেখানে বসবাসের জন্য সাত বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্রের নাভি মুম্বাই শহরে অবৈধভাবে থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এনআরআই থানার এক কর্মকর্তা এমনটি জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম উদয়বাণী এ খবর প্রকাশ করেছে।

গোপন তথ্যের ওপর ভিত্তি করে, এনআরআই থানার একটি টিম মঙ্গলবার সন্ধ্যায় নাভি মুম্বাইয়ের ক্রেভ গ্রামে একটি আবাসিক ভবনে অভিযান চালায় এবং সেখানকার দুটি কক্ষ থেকে তাদের প্রথমে আটক ও পরে গ্রেপ্তার দেখানো হয়।

এনআরআই থানার ওই কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তরা, যারা গৃহকর্মী হিসেবে কাজ করেছিলেন তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। সেই সঙ্গে কোনও নথিপত্র ছাড়াই গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন, ১৯৫০ এবং বিদেশি আইনের বিধানের অধীনে একটি মামলা করা হয়েছে, পুলিশ যোগ করে।

একই দিন ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। ২৪ সেপ্টেম্বর রাজ্যের তিরুপ্পুর জেলার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায় ছয়জন বাংলাদেশি রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তারা সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ওই ছয় বাংলাদেশিকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেয়া হয়নি। পরে তারা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

শেয়ার করুনঃ