
বর্তমান সরকারের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে পঞ্চগড়ে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল থেকে পঞ্চগড় ১ আসনের নির্বাচনী এলাকা ( পঞ্চগড় -আটোয়ারী – তেতুলিয়া) পর্যন্ত বিশাল গাড়ি বহর নিয়ে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মজাহারুল হক প্রধানের নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহনে গাড়ি গুলোতে সু সজ্জিত ফেস্টুন ব্যানার সহ বাদ্যযন্ত্রের তালে শিল্পীদের উপস্থাপনায় সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে গান পরিবেশনও চলে সমান তালে।গাড়ীবহর পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু করে আটোয়ারী হয়ে আবার পঞ্চগড় হয়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পিকাপ,মাইক্রোবাস,ট্রাক ও মোটরসাইকেলে করে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার সাধারন মানুষ শোডাউনে অংশ নেয়।শোভাযাত্রাটি শেষে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মজাহারুল হক প্রধান জ্বালাও পোড়াও এর প্রতিবাদ জানানোর পাশাপাশি পুনরায় নৌকা মার্কায় ভোট চান। এই সরকারের আমলে এ এলাকার ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে আবার মনোনয়ন পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।এসময় পঞ্চগড়ের অসমাপ্ত উন্নয়নের কাজগুলো দ্রুত শেষ করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করে পুনরায় বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।