পটুয়াখালী দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন করেছেন। তার এ সংবাদ সম্মেলন ২৫ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের জানান, সে ২০১১ সালের নভেম্বর মাসের ৭ তারিখ তার এক চাচাতো মামাতো বোন কে পারিবারিক সম্মতিতে বিবাহ করেন। তার পর তাদের দাম্পত্য জীবন ভালোই চলতে থাকে এবং তাদের দুটি পুত্র সন্তান হয়।এর এক পর্যায়ে নানা কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়।এনিয়ে তাদের মনোমালিন্য চরম পর্যায়ে পৌছায়। তারপরেও স্হানীয় কতিপয় মান্য গন্য ব্যক্তিদের শালিশী দরবারের মাধ্যমে তিনি তার স্ত্রী কে নিয়ে পুনরায় ঘর সংসার করতে থাকেন।এরই এক ফাঁকে তার স্ত্রী কতিপয় এক মানুষের কুপরামর্শে বিপদগামী হতে থাকে। সর্বশেষে তিনি সকল চেষ্টা করেও তাকে নিয়ে ঘর সংসার করার কোনও উপায় না পেয়ে স্ত্রীকে ২০-৩-২০২৪ ইংতারিখে ডিভোর্স দেয়।এদিকে তার ডিভোর্স কৃত স্ত্রী ৩-৫-২০২৪ইং তারিখে তার বিরুদ্ধে এ জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে বসে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং পরে তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন ১২-৫-২০২৪ ইং তারিখে। এ মামলার তারিখ গত ১৯ -৯-২০২৪ ইং হওয়ায় উক্ত ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার গত ১৮-৯-২০২৪ইং তারিখে ঢাকা থেকে গাড়ি যোগে পটুয়াখালীতে সন্ধ্যা ৬ টায় এসে একটি হোটেলে রাত যাপন করেন এবং পরের দিন কোর্টে তার মামলার যাবতীয় কার্যক্রম শেরে একই হোটেলে এদিন বিকাল ৫ টায় এসে আর বের হন নি যা উক্ত হোটেলের সিসিটিভিতে সংরক্ষিত আছে। এদিকে গত ১৯-৯-২০২৪ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি সহ তার ভাই বোনরা মিলে তার সাবেক স্ত্রীর বাড়ি গিয়ে তাকে মারধর করে আহত করেছেন এ মর্মে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন ২৩-৯-২০২৪ ইং তারিখ। উক্ত মামলা নং ৫৬০/২০২৪। এসময় মোঃ শাজাহান হাওলাদার পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে আরও বলেন, উপরোক্ত ঘটনা গুলি ঘটার জন্য তিনি এক মাত্র দায়ী করেন কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির মোল্লা কে।সে এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন, তিনি ও তার সাবেক স্ত্রী আলাদা আলাদা স্থানে থাকার পরও এবং ডিভোর্স হওয়ার পর গত ২৪/০৯/২৪ তারিখ তার বিরুদ্ধে এ মামলাটি হওয়ায় সে আইনগতভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানান। প্রসঙ্গত: তার সাবেক স্ত্রীর নাম মোসাঃ নাসরিন জাহান, কালাইয়া, বাউফল, পটুয়াখালী।