
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে এসডিআরআর প্রকল্প ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে স্থানীয় সংস্থাগুলোর এরিয়া – বেইজড কো-অর্ডিনেশন মডেলের নেতৃত্ব ও শক্তিশালীকরণে সহায়তা প্রদানের জন্য উপজেলা পর্যায়ে সমন্বয় ও সম্প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে সমন্বয় সভায় প্রজেক্ট অফিসার দিপংকর সাহার সভাপতিত্বে ও বিপ্লব তপাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, প্রমুখ। এসময় উপজেলা কর্মকর্তা, সি.পি.পি ইউনিয়ন লিডার, এনজিও কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ও যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।