
মোংলা প্রতিনিধি:
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন তার সহদর ফিরোজ হোসেনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। আটক সাদ্দাম ও ফিরোজ মোংলা পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা উপজেলার পৌর শহরের ১ নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়।পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করে ১টি অবৈধ বিদেশী শটগান, ১টি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।
জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ মোংলা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোষ্ট গার্ডের এ কর্মকর্তা। অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে কোস্টার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় এ কর্মকর্তা।