
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি মঙ্গলবার র্দীঘদিন অনলাইন ক্লাশ র্কাযক্রম চালু ছিল। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠি জারি করে বাতিল করা হয়েছে।পবিপ্রবির রেজিস্ট্রার (অ দা) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু ১২ নভেম্বর জারিকৃত চিঠিতে জানায়, ৩১ অক্টোবর ২০২২ থেকে মন্ত্রীসভার বৈঠকে অনুমোদিত সিদ্ধান্তের আলোকে পবিপ্রবির অফিস সময় সূচী ৯ টা থেকে বিকাল ৪টা র্পযন্ত চালু করা হয়েছে। পাশাপাশি নতুন
সময়সূচিতে ১৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাশ র্কাযক্রম পরিচালিত হবে এবং তদানুযায়ী অফিস সমূহ খোলা হবে। ৬ নভেম্বর ডিন কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক এ চিঠি
জারি করা হয় বলে জানা গেছে।