
নোয়াখালীর সুবর্ণচর চরবাটা ইউনিয়নে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় কামরুল ইসলাম কামাল (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা,একটি মোবাইল ও এক লাখ দুই হাজার ৯০ টাকা জব্দ হয়।
বুধবার সকালে দক্ষিণ চরমজিদ গ্রামের নূর নবীর বাড়িতে এ অভিযান চালানো হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) নোয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আবদুল হামিদ এ তথ্য জানান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় নূর নবীর বসত ঘরে অভিযান চালিয়ে চিহিৃত মাদক কারবারি কামালকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকাগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি কামালের বিরুদ্ধে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় চরজব্বার থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে