
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালির দুমকিতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)- দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫সেপ্টেম্বর) দুপুর ২ টায় আঙ্গারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দুমকি’র আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যলয়ের প্রধান শিক্ষক একে.এম আঃ রব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল প্রমুখ।প্রশিক্ষণ শেষে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্যানেটরী ন্যাপকিন,খাতা কলম এবং ১৭ জন শিক্ষার্থীকে শর্ত পূরণের জন্য সঞ্চয়সহ প্রনোদনার অর্থ বিতরণ করা হয়।