
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় আংগারিয়া ইউনিয়নের আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল র্টূণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃ আংগারিয়া ইউনিয়ন মিনিবার ফুটবল র্টুনামেন্ট ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষক মোঃ মকবুল হোসেন মনোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আংগারিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ বশির হাওলাদার, প্রধান শিক্ষক শ্রী সতিস চন্দ্র, আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান প্রমূখ। আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন র্পযায়ের নেতৃবৃন্দ ফুটবল খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।