ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মাদক সেবনকারীদের অত্যাচারে অতিষ্ঠ শ্রীনগরবাসী: চারদিকে আতঙ্ক

মোঃ আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের শ্রীনগরের শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার লোকজন মাদক সেবনকারীদের অত্যাচারে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে । গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার সময় সেলামতি ও মত্তগ্রামের মাঝে তালতলা মসজিদের পশ্চিমে রাস্তার উপরে একটি ঘরের ভিতরে বসে কিছু ছেলে পেলে গাঁজা সেবন করতেছে। গাঁজা সেবন করিতে এলাকার লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করে আহত করার ঘটনা ঘটে।এ বিষয়ে আরমান খান এলাকাবাসীর পক্ষে বাদি হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি এলাকার দেলোয়ার বেপারী এর ছেলে ইমরান বেপারী (২২), একই এলাকার সিরাজ হাজী এর ছেলে আবু বক্কর (৩০), নুরুল ইসলাম এর ছেলে রবিন ওরফে বিড়ি রবিন (২৫), জামাল হোসেন এর ছেলে তাওহীদ (২২), সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ করিতেছি। উপরোক্ত বিবাদীরা এলাকার উচ্ছৃঙ্খল ও বখাটে প্রকৃতির। বিবাদীরা এলাকায় বিভিন্ন নেশাদ্রব্য সেবন করে এবং এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে। এলাকার সচেতন নাগরিক হিসেবে বিবাদীদের নিষেধ করিলে বিবাদী আমি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের কাহারো কোন কথায় কর্ণপাত করে না। ২৩/০৯/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার সময় আমি শ্রীনগর বাজার থেকে আমার বাড়ীতে যাওয়ার পথে শ্রীনগর থানাধীন সেলামতি ও মত্তগ্রামের মধ্যবর্তী স্থানে তালতলা মসজিদের পশ্চিমে রাস্তার উপর পৌছিলে আশেপাশ থেকে গাঁজার দূর্গন্ধ পাইয়া সেখানে থামি এবং কারা গাঁজা সেবন করিতেছে মর্মে উচ্চশ্বরে জিজ্ঞাসাবাদ করিতেই উপরোক্ত বিবাদীরা সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মসজিদের পশ্চিম পাশে রশিদ শেখের ছাড়া বাড়ী থেকে সিগারেট হাতে নিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বেরিয়ে আসে। তখন আমি বিবাদীদের বাবার নাম ঠিকানা জানতে চাইলে বিবাদীরা আমাকে তুই তাকারি সম্বোধন করে কথাবর্তা বলতে শুরু করে। আমি প্রতিবাদ করিতেই বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিবাদীরা আমার শার্টের কর্লার ধরে মারপিট করার চেষ্টাকরিলে আমি ডাক-চিৎকার দিলে আশেপাশের ও এলাকার লোকজন আগাইয়া আসিতেছে দেখিয়া বিবাদীরা আমাকে পরবর্তীতে সময় সুযোগমতো পাইলে খুন করে ফেলার হুমকী দেয়। বিবাদীরা আরো হুমকী দেয় যে, বিবাদীরা আমি সহ আমাদের এলাকার যাকেই পাইবে তাকেই পিটাবে। ঘটনার পর থেকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া এলাকার বিভিন্ন স্থানে আমাকে ও আমার এলাকার লোকজনকে মারপিট করিতে মহড়া দিচ্ছে। বিবাদীদের বিরুদ্ধে এলাকার আরো অনেক অভিযোগসহ একাধিকবার শালিস বিচার হইয়াছে। এলাকার স্থানীয় বাসিন্দা ফাহিম বলেন, আরমান কাকা ওদের গাঁজা সেবন করতে নিষেধ করলে তাকে মারধর করে এবং ওরা আমাদের এলাকায় ঢুকে আমাদের মেয়েদের উত্ত্যক্ত করে এ বিষয়ে একাধিকবার বিচার করেও কোন লাভ হয়নি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে বিবাদী জামাল হোসেন এর ছেলে তাওহীদ এর কাছে জানতে তার ফোনে কল দিয়ে পাওয়া যায়নি। এ বিষয়ে শ্যামসিদ্ধি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদেক পাঠান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আরমানের সাথে যে ঘটনাটা ঘটেছে তা পুরোটাই সত্য। ওরা এলাকার বখাটে ছেলে আর এলাকার মেয়েদের উক্তো করে। এই ছেলেপেলেগুলা মেয়েদের উত্তপ্ত করে তার জন্য এর আগে আমরা এলাকাবাসী বসে বিচার করেছিলাম তারপরও তারা ভালো হয়নি। আমি আজকে এ বিষয়টি থানায় ও উপজেলা ইউএনও অফিসার কে অবগত করার জন্য যাবো। এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিন মুন্সি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ