
নড়াইলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সাথে নিয়ে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) আয়োজনে নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ আবুল বাসার আল মামুন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, (টিটিসি) এর প্রশিক্ষক, রিপন হোসেন, রাশেদুল ইসলাম, মুকিদ হোসেন, ইউসুফ আলী, মো. মইন হোসেন প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আবুল বাসার আল মামুন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সাথে এগিয়ে নেওয়ার জন্যই এ জনসংযোগ। তারা যাতে কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয় এবং নিজেদেরকে দেশে-বিদেশে দক্ষ কর্মি হিসেবে জীবিকা নির্বাহ করতে পারে।
এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেমানন্দ। এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।