
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে ফের দুমকীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দদের আয়োজনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা “সংস্কারের মাধ্যমে দুর্নীতি রুখব, আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো” এই স্লোগানকে সামনে রেখে তাদের নিজস্ব শিক্ষকদের মধ্যে থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পবিপ্রবি’র রেজিস্টার জেষ্ঠ্য অধ্যাপক ড. হেমায়েত জাহান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইন ও ভুমি প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম টিটো ও আবুবকর সিদ্দিক, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহিদ প্রমূখ।
এ সময় বক্তারা আরও বলেন, “আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছেন তাদেরকে ভাইস চ্যান্সেলর, ট্রেজারার হিসেবে নিয়োগ চাই, অন্যথায় বাহির থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বুঝতে বুঝতে এক বছর চলে যায় ।
বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা খর্ব হয়, আমরা চাই না বাইরে থেকে কেউ এ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে আসুক, আমরা বিশ্ববিদ্যালয়ের কেউ এটা মেনে নেব না”। ফ্যাসিস্ট সরকারের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ও বিভিন্ন সরকারের আমলে সুবিধাভোগী শিক্ষক ব্যতীত শিক্ষকদের মধ্য থেকে থেকেই ভিসি চাচ্ছি।