
কুড়িগ্রামে বিভিন্ন পেইজ ও গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন হতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক গ্রুপে গুজব ও ভুল তথ্য ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচারনা, সাইবার বুলিং, নাশকতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রচেষ্টা প্রতিরোধ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এর উদ্যোগে কুড়িগ্রাম জেলা থেকে পরিচালিত ফেসবুক/ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজ/গ্রুপ/চ্যানেল এর সম্মানিত অ্যাডমিন/মডারেটরের সাথে জেলা পুলিশের মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করতে যাচ্ছে।
কুড়িগ্রাম জেলার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাডমিন মডারেটরদের নাম, মোবাইল নম্বর, নিজ নিজ পেইজ/গ্রুপ/চ্যানেলের নাম আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে অথবা কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন হোয়াটসঅ্যাপ নম্বর 01320133302 এ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। মতবিনিময় সভার তারিখ সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
ডিআই/এসকে