বিএনপি-জামায়াতের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অবৈধ হরতাল
অবরোধ এবং অপপ্রচার উল্লেখ করে তার প্রতিবাদে যৌথ আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে কালকিনি উপজেলা
কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আজ(সোমবার) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের আহবায়ক এমদাদুল হক সরদারের সভাপতিত্বে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাব আলী বেপারী, সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান সরদার, বেল্লাল সরদার, মশিউর রহমান সবুজ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিন মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল সরদার,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কহিনুর সুলতানা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ ফরিদ সরদার, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার আলম রিশাদ, কিবরিয়া আহম্মেদ নাঈম, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সুমন মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের সঞ্চালনা করেন ডাসার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন মীর সুজন। এসময় নেতৃবৃন্দ বলেন ‘ মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন দূর্নীতি বাজকে মনোনয়ন দেবেন না। তাই আশা করা যায় মাদারীপুর-৩ আসনে জনগনের এবং দলীয় নেতাকর্মীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে মাদারীপুর-৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেয়া হবে। আর তাকে মনোনয়ন দেয়ার দাবী আমাদের সকলের। আমরা মাদারীপুর-৩ আসনে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমকে চাই।’।