
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাধ্যমিক বিদ্যালয়ের এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেল বৈষম্য দূর করার লক্ষ্যে ইউএনও’র মাধ্যমে মাননীয় উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার একাডেমিক সুপারভাইজার সোহেল মিয়া’র নেতৃত্বে উপজেলার মাধ্যমিক এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেল বৈষম্য দূর করার লক্ষ্যে ইউএনও’র মাধ্যমে মাননীয় উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
সময় উপস্থিত ছিলেন মোঃ শাহাজাহান প্রধান শিক্ষক ঘুমধুম উচ্চ বিদ্যালয়, নুরুল হাকিম, সুপার বাইশারী শাহ নুরউদ্দিন দাখিল মাদ্রাসা, নাছরিন আক্তার, প্রধান শিক্ষক নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত সুপার চাকঢালা দাখিল মাদ্রাসা, মোঃ জয়নাল আবেদীন প্রধান শিক্ষক এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, উৎপল বড়ুয়া প্রধান শিক্ষক রেজু বরইতলী উচ্চ বিদ্যালয় ঘুমধুম, রাজেশ্বর বড়ুয়া সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।