
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে চাদা দাবী মারধোর লুটপাটের অভিযোগে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছে উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের আঃ মজিদ গাজী (৬৫)।তার মামলা সূত্রে জানাযায়,বিগত ইং ৫ আগষ্ট বিকাল ৫.৩০এর সময় আমতলী উপজেলা যুবদলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মৃধা (৪৫) অমিত হাসান (২২) মেহেদী হাসান (২৬) মোঃ আঃ ছত্তার মৃধা (৬০) মিজানুর রহমানসহ তাদেও সাথে লোকজন ও মামলার আসামীরা বাদী মজিদ গাজীর ছেলে মো. হান্নানের কাছে চাদা দাবী করিয়া মারধর করিয়া দোকানের ক্যাশবা· হইতে ৫০ হাজার টাকা নিয়া যায় দোকান ঘর ভাংচুর করিয়া কোপাইয়া ক্ষতি সাধন করে এবং ঐ দিনই রাত ৯.০০ ঘটিকার সময় বসত ঘর ভাংচুর করিয়া ৮০ হাজার টাকা মুল্যের লাল গাভী গর“ ছিনাইয়া নিয়া যায়। এ সময় আসামীরা টাকা ও মালামাল চুরি এবং ক্ষতি সাধনসহ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ বিষয় মামলার
বাদীর ছেলে মিজানুর রহমান বিগত ইং ১৩/০৮/২০২৪ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-০৩ আদালতে সি.আর ৭৭৭/২৪ (আমতলী) মামলা করেন। উক্ত মামলা হইতে বাচার জন্য আসামীরা চেয়ারম্যানের মধ্যস্থতায় আপোষ হইয়া যাইবে চুরি ও লুট করে নেওয়া টাকা ও মালামাল ফেরত দিবে এ শর্তে চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা প্রোক্ত নং সি.আর ৭৭৭/২৪ নং মামলাটি তুলিয়া নিতে বলিলে তাহাতে আসামীদের ও চেয়ারম্যানের কথা মত সি.আর ৭৭৭/২৪ নং মামলাটি তুলিয়া নেই। পরবর্তীতে আসামীরা বাদীর সাথেআপোষ না হইয়া ও আমাদের মালমাল ফেরত না দিয়া উল্টো ঘটনার ১৮/০৯/২০২৪ তারিখ মোতাবেক বাংলা ১৪৩১ সালের ৩রা আশ্বিন রোজ বুধবার বেলা ১১.০০ ঘটিকার সময় পূর্বের মামলা করার কারনে হইয়া পূর্ব পরিকল্পিত ভাবে দাড়ালোদাও, রামদা, লোহার রড ইত্যাদি প্রান নাশক অস্ত্রাদি নিয়া আসামীরা আমার বসতি ঘরের সামনের তুলে নেওয়া মামলার বাদী হান্নানের ব্যবসা প্রতিষ্ঠান রজনীগন্ধা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে দোকানের দখল চায়, তাহা দখল দিতে অস্বীকার করিলে আমার হান্নানের কাছে পূর্বের দাবীকৃত ১০ লক্ষ টাকা চাদা দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে জনমনে আতঙ্ক সৃষ্টি করিয়া আসামীরা ত্রাস সৃষ্টি করিয়া হৈ
হৈ শব্দ সৃষ্টি করিয়া পুন রায় বসতি ঘরের সামনের টিনসেট বিল্ডিং ব্যবসা প্রতিষ্ঠান (দোকান ঘর) এর সেনটারিং এর মালামাল পিটাইয়া কোপাইয়া ছুটাইয়া ফালাইয়া ৫০ হাজার – টাকার ক্ষতি সাধন করে।এ বিষয় ক্ষতিগ্রস্থ গাজী হান্নান বলেন আমতলী উপজেলা যুবদলের সদস্য আমিনুল ইসলাম মৃধা ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছত্তার মৃধা ও আমতলী সদর ছাত্রদলের সহ-সভাপতি,মেহেদী মৃধার সাথে মামলার বাদি মজিদ গাজীর সাথে আসামিদের জমাজমি সংক্রান্ত একটি আদালত মামলা চলমান রয়েছে মামলা নং দেওয়ানী ১৩১/২০১২ আম তারা রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ভুমি দখল ও আমাদের পরিবার কে দেশ ছাড়া করার পাঁয়তারা করতেছে।আমি ও আমার পরিবার প্রশাসনের কাছে উচ্চমহলের কাছে ন্যায় বিচার চাই। এঘটনায় মজিদ গাজী ২২ সেপ্টেম্বর মোঃ আমিনুল ইসলাম মৃধা (৪৫) অমিত হাসান (২২) মেহেদী হাসান (২৬) মোঃ আঃ ছত্তার মৃধা (৬০) মিজানুর রহমানের নামে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আমতলী থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন।আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখেয়াত হোসেন তপু বলেন আদালতের নির্দেশের কপি হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।