
জহিরুল ইসলাম ঝিকরগাছা, যশোর প্রতিনিধি:
চাকরি জাতীয়করণসহ ৩ দফা দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষক সমাজ মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকারের নিকট।যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে আয়োজিত বেলা ১১টায় এই মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুস সামাদ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আশরাফুজ্জামান। উক্ত মানববন্ধনে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আহাসান উদ্দিন, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, সম্মিলনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মজিদ, কাশিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুস সবুর, লাউজনি এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা, আলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহিবুল ইসলাম, বেজিয়াতলা মাদ্রাসার অধ্যক্ষ মো: দিন ইসলাম, শ্রীরামপুর আলিম মাদ্রাসার সহকারি অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন সহ ঝিকরগাছা উপজেলার সকল হাইস্কুল ও মাদ্রাসার প্রধানগন এবং সহকারী শিক্ষকগন অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতি আবদুস সামাদ তার বক্তব্যে বলেন মাধ্যমিক স্তরে ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে সামাজিক ও আর্থিক বৈষম্য তৈরী করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।জাতীয়করণের মাধ্যমেই মাধ্যমিক শিক্ষার যাবতীয় সমস্যার সমাধান সম্ভব।মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষক নেতৃবৃন্দ ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেন।