
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:-
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলার কসবা থেকে ভারতে পাচারকালে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপসহ এসব মাছ আটক করা হয়।
এ সময় পাচারে অভিযুক্ত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী। আটক সারোয়ার আলম আদ্রা গ্রামের শহিদ ভূঁইয়ার ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক গ্রামের ভেতর দিয়ে একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর-এর ক্যাপ্টেন সানিউল আলম।
ক্যাপ্টেন সানিউল আলম বলেন, ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে পিকআপে করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে লোডকৃত পিকআপটি জব্দ করা হয়। পরে পাচারকারীকে খুঁজে বের করে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, গোপন সংবাদে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপ ভ্যান জব্দ ও একজনকে আটক করেছে। এ বিষয়ে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।