
মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার:
জীবননগর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে সাবেক ছাত্রনেতা মাজেদুর রহমান লিটনকে সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী জাহিদুর রহমান কে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন ও উপজেলা জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, যুগ্ন সম্পাদক মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন চৌধুরী, শিক্ষা সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান প্রতিক, শ্রম সম্পাদক শামুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম খলিল, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মুজাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইমন হোসেন ও সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম হোসেন।