বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি"
জামালপুরের বকশীগঞ্জে কুড়ি বিলের মাছের প্রজেক্ট থেকে ভাসমান অবস্থায় বদিউজ্জামান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের কুড়ি বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় বদিউজ্জামান ধানুয়া কামালপুর ইউনিয়নের কামারগাও গ্রামের কুমুজ উল্লাহর ছেলে।স্থানীয় সূত্র জানায়, বদিউজ্জামান দীর্ঘদিন ধরে কুড়ি বিলে স্থানীয় সাবেক সেনা সদস্য সবুজ মিয়ার মাছের প্রজেক্ট দেখাশুনা করে আসছেন। সোমবার দুপুরে কুড়ি বিল দেখতে যান বদিউজ্জামান। সন্ধ্যা হলেও বাড়িতে না ফিরলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।পরদিন (মঙ্গলবার) সকাল ৯ টায় স্থানীয় লোকজন কুড়ি বিলে ভাসমান অবস্থায় বদিউজ্জামান মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ বিল থেকে মরদেহটি উদ্ধার করেন।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ মর্গে পাঠানো হয়নি। এঘটনায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।