
ককসবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় কালভাটের রেলিং এ ধাক্কা খেয়ে মোটরবাইকারোহী যুবক মারা গেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এ যুবক মৃত্যু ঘটে । নিহত এ যুবকের নাম দিদারুল আলম (১৮)। সে ইউনিয়নের পুর্বজুমছড়ি গ্রামের নাজের হোসেনের পুত্র।
ঘটনাটি ঘটেছে গর্জনিয়া বাজার- থিমছড়ি সড়কের পুর্বজুমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে ব্রীজ এলাকায়।
নিহতের পিতা নাজির হোসেন বলেন,তার ছেলে দিদার নিজ প্রয়োজনে গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি বাজারে যান। দুপুর সাড়ে ১২ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পুর্বজুমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে কালভার্টে জোরে ধাক্কা খেলে তার ছেলে মাথা এবং পেটে আঘাত পান।
প্রত্যক্ষদর্শীরা জানান ভাঙ্গা রেলিং এর বেরিয়ে পড়া রড় তার পেটে ঢুকে পড়ে।
গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে ককসবাজার হাসপাতালে নিযে কর্বত্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন নিহতের পিতা
নাজের হোসেন।