
সাইদ সাজু, তানোর থেকে:রাজশাহীর তানোরে রাষ্ট্র সংস্কার বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তানোর উপজেলার কচুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার।
‘সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র গণউভ্যুথানের অঙ্গিকার এই রাষ্ট্রের সংস্কার এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় ছাত্র জনতার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী বিভাগীয় সমন্নয়ক দৈনিক সোনালী সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মাহফুজ জামাল
কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ইফতেখারুল আলম মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রজনতা আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন সমন্নয়ক মাসুদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজ সমন্নয়ক সোহেল রানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা উসমান গনি। এসময় বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।