
গাইবান্ধার সুন্দরগঞ্জে সর্বানন্দ ইউনিয়ন পরিষদে বা- আরস এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রী ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বা-আরশের আয়োজনে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে বিভিন্ন শিক্ষার্থী উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন সংগঠনটি খুব ভালো যার ফলে আমরা অনেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ জানতে পেরেছি।
ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেন, বর্তমানে যেকোনো কাজে রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। অধিকাংশ মানুষ তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেনা। এ আয়োজন করার জন্য সংগঠনটিকে সাধুবাদ জানাই।