
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার শিক্ষা প্রদর্শনি অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টার সময় উপজেলার রাজানগর ইউনিয়নের জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার প্রাঙ্গনে এই শিক্ষা প্রদর্শনি অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির পীর সাহেব মধুপুর আঃ হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান।