
পঞ্চগড়ে আরিফুর রহমান আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শহীদ আরিফুর রহমানের বাবা ফরমান আলী, বোন ফরিদা ইয়াসমিন শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য রায়হান শরীফ, অ্যাড. আব্দুল্লাহ আল মতি, আশিকুর রহমান রনি, লিমা বেগম প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, ২০২৩ সালের ৩ মার্চ বিকেলে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে তৌহিদি জনতার ব্যানারে সংগঠিত সমাবেশে সাধারণ মানুষের উপর নির্বিচারে পুলিশ-বিজিবি হামলা করে।
এসময় বিজিবির সদস্যরা শহরের ডোকরোপাড়া আবাসিক এলাকাতেও হামলা করে। তারা আরিফের উপর গুলি বর্ষণ করলে গুলি আরিফের মাথায় লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
এ সময় অন্য বক্তারা কাদিয়ানী জলসা নিয়ে সাধারণ মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ সকল মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে শহীদ আরিফুরের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের একটি প্রতিনিধি দল।