ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

বশেমুরবিপ্রবিপিতে নবযোগদানকৃত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এ নবযোগদানকৃত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে রোববার (২২ সেপ্টেম্বর) এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বশেমুরবিপ্রবিপির উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভার শুরুতে জুলাই ও আগস্ট মাসে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ ছাড়া নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসাথে অনাকাঙ্ক্ষিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এরপর নবযোগদানকৃত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের পরিচয়পর্ব শেষে বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় উপাচার্য মহোদয়ের সুদক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বিশ্ববিদ্যালয়কে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। নতুন এই বিশ্ববিদ্যালয়কে কীভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায় সে সম্পর্কে তিনি তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপাচার্য বলেন, সবাই যে যার জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে অচিরেই পিরোজপুরের এই বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়বে।

২০২২ সালে পিরোজপুরে প্রতিষ্ঠিত এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক ও আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে উপাচার্য সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বশেমুরবিপ্রবিপির বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক ড. এম এম আইয়ুব হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, সহকারী অধ্যাপক কে এম আসলাম উদ্দিন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, প্রভাষক সুমাইয়া সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক অভিজিৎ রায় এবং অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আরাফাত হোসেন বক্তব্য রাখেন।

এ ছাড়া কর্মচারীগণের মধ্যে ল্যাব এসিস্ট্যান্ট মুশাহিদ হোসেন তালুকদার এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট কামরুল ইসলাম কিরণ বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ